অহংকার ভালো নয়, নয় ভালো জেদ,
তার  জন্য  একদিন  হতে  পারে খেদ।
যে সময় চলে যায় আসে না তো ফিরে,
নদী কভু ফেরে না তো পাহাড়ের নীড়ে।
ভুল করে  প্রিয়জনে  যেবা করে হেলা,
সেই ভুল  শুধরাতে কেটে যাবে বেলা।
কোনদিন  দিতে  হবে  ভুলের  মাশুল,
সময়  পাবে  না  কিছু  করতে উশুল।
স্রষ্টার  ডাক  শুনে  যেতে হবে ওপারে,
যাবে না সাথে কভু রাগ, ক্ষোভ, ব্যথারে।
বিধাতা  করেছেন  সৃষ্টি  মানুষ  নামে,
মানুষ করে ভুল, শুধু করে না যমে।
অপরের  ভুল  ধরে  সকল  মানুষ,
আপনা ভুল ধরতে, লাগে জ্ঞান-হুঁশ।


০২/০৫/২০২০ ইং।