নানা ঘাত-প্রতিঘাতে জর্জরিত কুড়ি,
কর্মহীন ঘরে বসে হচ্ছে সবে বুড়ি।
করোনার মায়াজালে দিশেহারা সব,
অনাহারী মানুষের শুধু কলরব।


আত্মীয়-স্বজন-বন্ধু গেছে কত ছাড়ি,
বাড়ন্ত করোনা তবু ছাড়ে না তো আড়ি।
সুখে আছে বিত্তশালী নেই কোন কষ্ট,
অনাশী জীবন কত হচ্ছে রোজ নষ্ট।


শিশুরা ভুলেছে পাঠ হাতে মুঠোফোন,
একান্তে নিমগ্ন থেকে খোঁজে গৃহকোণ।
মুঠোফোন ছাড়া কিছু ভাবা নাহি যায়,
মুহূর্তে পৃথিবী আসে আপন মুঠায়।


ভালো-মন্দ সবকিছু এর মধ্যে আছে,
আনন্দে শিশুরা ছোটে খারাপের পাছে।
মদ-গাঁজা-ধূমপানে যত নেশা হয়,
সব নেশা মুঠোফোন করে নিছে জয়।


ভামিনী-মরদ কেউ নেই মোটে পিছে,
দাম্পত্য সম্পর্ক গেছে চলে আরো নিচে।
অন্ন নয়; মুঠোফোন বেশি দরকার,
অন্যথায় ছারখার সোনার সংসার।


যাক চলে কুড়ি গুনি বিদায়ের ক্ষণ,
আনুক নতুন বর্ষ আলোর পবন।
পুরাতন বছরের দুঃখ করে দূর,
ফুটাক সবার মুখে হাসি সুমধুর।


২৯/১২/২০২০ ইং