থিমের নামে ভীমের নৃত্য
চলছে দেখি চারিদিকে, হায়!
মায়ের পুজোর উছিলাতে
অসুর সেজে মর্ত্যকে কাঁপায়!!


বারোয়ারি পুজোর নামে
চাঁদা তোলার হিড়িক চতুর্দিক,
পারো কিংবা না পারো ছাই
চাঁদা তোমায় দিতেই হবে ঠিক!


নইলে পাড়ার দাদা-কাকা,
অহর্নিশি পাতবে নানান ফাঁদ,
চোখের জলে করজোড়ে
ডাকলে, ওরা পাবে হাতে চাঁদ!


ভক্তি-শ্রদ্ধা চুলোয় দিয়ে
দিবা-যামী হৈ-হট্টগোল নাচ,
গভীর রাতে মণ্ডপ বাইরে
মদের নেশার তুমুল অগ্নি আঁচ!


গালাগালির তুবড়ি ছোটে
যেন কৃষ্ণ ভ্রমর রাজের হুল,
ভদ্রলোকের লজ্জা করে
ওদের বিবেক জাগে না এক চুল!


সাধ্য থাকলে বাপের টাকায়
পুজো ক'রে দেখাও তোমরা ভাই,
আমজনতার পকেট কেটে
করো কেন হাত দুটো সাফাই?


০৮/১০/২০২২ ইং