যখন তোমায় ডেকেছিলাম
চাওনি তুমি ফিরে,
অনাহুত ধরলো আমায়
বোলতা এসে ঘিরে।


এখন আমার শূন্য ভাড়ার,
পড়ছে তোমার দৃষ্টি রাডার,
কোথায় আসন পাতি আমার
শূন্য হৃদয় ঘরে,
ভালোবাসার ফুলগুলো সব
কবেই গেছে ঝরে।
কোথায় তোমায় বসাই বলো
শূন্য হৃদয় ঘরে।


জোছনা মাখা নীল গগন আর
ছড়ায় না তো আলো,
বুকের ভাঁজে ভাঁজে এখন
আঁধার ঘেরা কালো।


শেষ বিদায়ের কালে আবার
ডাকছো কেন পিছে?
নতুন করে দিও না আর
কষ্ট মিছে মিছে।


ভাটার টানে চলছি ভেসে
অচিনপুরের পানে,
হঠাৎ এসে ভরাও কেন
শূন্য হৃদয় গানে?


২৪/০৮/২০২১ ইং