হে গুরু!
তোমাকে দেবার কী আছে আমার
তুমি যে আলোর দিশা,
তোমার সৃষ্টি দূর করে দেয়
ঘোর তমসার নিশা।


আকাশের রবি মর্তের কবি
দেখি না তো কোন ভেদ,
আঁধারে ব্যেপেছে স্বদেশ আমার
তুমি নেই বলে খেদ।


ধরার আঁধার দূর করে দেয়
পূর্বে উদিত রবি,
মনের আঁধার দূর করে দাও
তুমি হে বিশ্বকবি!


তমসায় ঘেরা স্বদেশ এখন
আলোর অভাবে ধুঁকছে,
ক্ষমতায় বসে সুখের আগুনে
কেউ সিগারেট ফুঁকছে।


এই দুর্দিনে তোমাকেই চাই
আলো হাতে এসো বীর,
ক্ষমতা অন্ধ, ভণ্ড নেতায়
মারো লেখনির তীর।


তোমার জন্ম দিবসে আমার
আর কিছু নেই দাবি,
একবার এসে দেখে যাও শুধু
ভণ্ড নেতার চাবি।


তিমিরবিদারী হে বিশ্বকবি
তোমায় নমস্কার,
তোমার আশিসে দূর হয়ে যাক
সকল অন্ধকার।


০৮/০৫/২০২১ ইং