অহংকারের এই যে সোপান হয়তো ধ্বসবে কাল,
কল্লোলিত এ নদীর জীবন তুলে নেবে মহাকাল।
তবু বসে বসে সুখের পসরা সাজাও বেঘোরে রোজ,
প্রবঞ্চনার জাল পেতে পেতে মূর্খের করো খোঁজ!


সুখের পিছনে দুঃখরা থাকে, তাদের পিছনে সুখ,
সৃষ্টির আড়ে স্রষ্টা থাকেন সেজে থাকে তিনি মূক।
তাই বলে তিনি নয়কো অন্ধ, নয়কো বোবা ও কালা,
বলা কথা বোঝে, না বলা কথাও, বোঝে ধূর্তের কলা।


মানুষ ঠকানো ব্যবসা তোমার ভেবেছো গুটাবে জাল,
মরার আগেই স্রষ্টা তোমার তুলবে পিঠের ছাল।
মৃত্যুর পরে কিছু নেই জেনো জীবদ্দশায় তাই,
অপকর্মের হিসেব-নিকেশ বুঝে নেবে পাই পাই।


যার নির্দেশে ব্রহ্মাণ্ড চলে তাকেই ভাবছো বোকা,
মন আনন্দে মানুষ ঠকিয়ে তাকেও দিচ্ছো ধোঁকা।
ঘুচে যাবে এই অহংকারের গগনচুম্বী ঠাট,
নিশ্চিত জেনো- মরার আগেই করবে নান্দী পাঠ।


২৭/১০/২০২৩ ইং