আঁধারের মাঝে তুমি কেন বসে একা?
ভাবনি তো এভাবেই হয়ে যাবে দেখা?
হিমানির ধবলিমা যে আঁখিতে হাসে,
তাকে ছেড়ে থাকা যায়, ভালো যে গো বাসে?


আমার এ হৃদয়ের অলিগলি খুঁজে,
যে ছবিটি ওঠে ভেসে দেখি চোখ বুজে,
সে তোমার মায়া মাখা ওই ভীরু চোখ,
হৃদয়েতে জাগরুক সুখের আলোক।


যামিনীর নিবিড়তা যে আঁখিতে চুপ,
গোলাপের ফিকে রঙ যে ঠোঁটের রূপ,
সেই চোখ, সেই রূপ ভুলে থাকা যায়?
দিবানিশি মনে এসে যে মন রাঙায়!


দিবসের অবসানে নিশা আসে ধীরে,
জোছনার রূপছটা ধরেছে যে ঘিরে,
অমলিন সেই রূপে হেরি তব মুখ,
হেসে হেসে ঝরে পড়ে হৃদয়ের সুখ।


০৫/০৯/২০২০ ইং