পুরোনো সব জীর্ণদশা ক'রে দিয়ে দূর,
সবার মনে জেগে উঠুক মিষ্টি মধুর সুর।
নতুন বছর আনুক ব'য়ে সুখ-আনন্দ-হাসি,
হিংসা-বিদ্বেষ ভুলে সবাই এসো ভালোবাসি।
কদিনের এই জীবনখানি? কী লাভ অভিমানে?
কী লাভ হবে নিন্দে করে কাকের কর্কশ গানে?
কাউকে দুঃখ-আঘাত দিলে ফেরে দ্বিগুণ হ'য়ে,
অনলসম দগ্ধ ক'রে যায় সে শুধু ব'য়ে।
নদী যেমন দুকূলে তার সুখ বিলিয়ে ধায়,
আপন মনে কোকিল যেমন মিষ্টি সুরে গায়,
নেই কোন প্রত্যাশা তাদের শুধুই দিয়ে সুখ,
আমরাও পারি মুছিয়ে দিতে আপনজনের দুখ।
স্বার্থ-লোভের হানাহানির সৃষ্ট হলাহল,
নিচ্ছে শুষে আমার-তোমার টিকে থাকার বল।
পিঁপড়ে চলে এক সারিতে শক্তি তাদের কত!
বইছে তারা অনেক ভারি বোঝা শতশত।
অহংকারে, স্বার্থে আমরা হচ্ছি খণ্ড খণ্ড,
সুখের বাগান যাচ্ছে হয়ে ভীষণ লণ্ডভণ্ড।
নতুন বছর সবার মধ্যে জাগাক ঐক্য বোধ,
সবাই সবার ভালোবাসায় দুঃখ করি রোধ।


০৩/০১/২০২৪ ইং


এই কবিতার প্রথম চার চরণ ইংরেজি নববর্ষ উপলক্ষে আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। আমি যে বাড়িতে আগে ভাড়া থাকতাম সেই বাড়ির কাকাবাবু (অবসরপ্রাপ্ত অধ্যাপক, অসিত বরন মন্ডল) নববর্ষ উপলক্ষে একটি কবিতা লিখে পাঠাতে বলেছেন। তাই ওই চার চরণের সাথে আরো ১৬ টি চরণ যোগ করে কবিতাটি কাকাবাবুকে পাঠিয়েছি। ইংরেজি নববর্ষ উপলক্ষে লেখা কবিতাটি আসরের কবি বন্ধুদের সাথে শেয়ার করে নিলাম।