মা, আমার মা, কী যে ভীষণ ভালো!
হাসে যখন ছড়ায় যেন এক পৃথিবী আলো।
চাঁদের হাসি ঘরে করে খেলা,
উঠোন জুড়ে বসে যেন
              জোনাক পোকা, প্রজাপতির মেলা।
যখন দেখি মায়ের ও মুখ ভার,
ভাল্লাগে না তখন আমার কোন কিছুই আর।
ইচ্ছে করে জড়িয়ে ধরি মাকে,
আদর-সোহাগ-ভালোবাসায় দেই ভরিয়ে তাকে।
দাঁত থাকতে কেউ বুঝে না তার মূল্য,
মায়ের সাথে এ দুনিয়ায় আছে কি কেউ তুল্য?
মা যদি হয় আকাশের ওই তারা,
মাকে ছাড়া তখন সবার লাগে ছন্নছাড়া।
মাতৃহারা বুঝতে পারে বিধি যে তার বাম,
মায়ের কথা ভেবে ভেবে তখন ছুটে ঘাম।


মা, আমার মা, থেকো আমার পাশে,
তোমার ছোঁয়ায় দুখ ভুলে যাই,
ভোরের নরম আলোর মতো জীবন আমার হাসে।


০৯/০৫/২০২২ ইং