ভোরের আলো বলল ডেকে
করছো কি হে দিদিভাই?  
সকাল-বিকাল নাটক করায়
তোমার তো আর জুড়ি নাই।


বছর দশেক দেখছি তোমায়
কোন দরদ দেখি নাই,
হঠাৎ দেখছি দরদ তোমার
উথলে উঠছে কেন ভাই?


ধর্ষণ করে গণতন্ত্র
হাত করেছ রক্তে লাল
এবার তুমি নতুন করে
সাজলে আবার কোন মাতাল?


পাশা খেলায় মত্ত হয়ে
চলছো তুমি ভুল পথে,
জনগণকে ধোঁকা দিয়ে
চড়বে আবার ওই রথে?


লুটের মালে প্রাসাদ গড়ে
করছো এখন দান-খয়রাত,
ভাবছো মানুষ ভুলে যাবে?
শেষ হবে সব দুঃখের রাত?


হিংসা দিয়ে, ভয় দেখিয়ে
যায় না জেতা লোকের মন,
ভালোবাসা বিলিয়ে দিলে
লাগে না আর কোন ধন।


বস্তি ঘরে উড়ছে ফুড়ে
কোটি টাকার রাজ প্রাসাদ,
হাজার কষ্ট করে গরিব
পায় না কভু ধনের স্বাদ।


তোমরা যারা এসির মধ্যে
ঘামছো বসে দিবস-রাত,
পাপের বোঝা সাঙ্গ হবে
আসবে যেদিন আখেরাত।


ভয় পেয়ো না দিদি সোনা
আমরা আছি তোমার সাথ,
তোমার দুঃখের আঁধার রাতে
করবো আমরা জীবনপাত।


০২/১২/২০২০ ইং