স্বপ্নের আঙিনা জুড়ে তার দর্পিত পদচারণা
বিলোল কটাক্ষ
স্মিত হাসি
মধ্য ললাটে রক্তিম লাল টিপ
যেন পশ্চিম আকাশে হেলে পড়া লাল সূর্য
ও যেন সরিষা ক্ষেতে উড়ন্ত হলুদ প্রজাপতি


তীব্র প্রশ্নবাণে বিদ্ধ আমি--
আমাকে ছেড়ে কেমন আছো তুমি?
মনে কি পড়ে সেই পল্লীর পথ-ঘাট?
কর্দমাক্ত পিছল পুকুর ঘাট?
নারিকেল পাতার ফাঁক দিয়ে আসা জোছনায় স্নান?
উষ্ণতার পরশ মাখানো নির্বাক কথামলা?
জানি, ভুলে গেছো সব--


বিষণ্ণ উত্তেজনায় ঘুম ভেঙে যায়
ভোরের নবীন আলোয় মাখামাখি বারান্দা
ভেজানো দরজা ঠেলে উঁকি দিলে তুমি
ছড়ানো কুন্তল রাশি
সেই ভুরু ভঙ্গি
ভোরের রবির মতো তোমার ললাটে সেই লাল টিপ
বিলোল কটাক্ষে সেই স্মিত হাসি
নিমেষেই কেটে যায় বিষণ্ণতার ধূসর মেঘ
আমার ঘরের দোরে চাঁদ-সূর্যের মিলন মেলা
হাসি নয়, যেন জোছনার ঢল


২১/০২/২০২৩ ইং