আমি দুটি পাগলের ঘাস কাটি রোজ,
যতো খায় ফেলে বেশি রাখে না তো খোঁজ,
প্রতিদিন কত লোক ক্ষুধার জ্বালায়,
ভিক্ষা করে, ডাস্টবিনে ফেলা খাদ্য খায়।
যদি বলি ডানে যেতে যায় ওরা বাঁয়ে,
ভালো কথা ভালো কিন্তু লাগে না তো গায়ে।
মাঝিহীন নৌকা চলে এলোমেলো ধেয়ে,
লক্ষ্যহীন চলে যারা ভুল গান গেয়ে,
গতিহীন স্রোতস্বিনী তাদের জীবন।
বারে বারে বলি সোনা হও সচেতন।
যুগের মলিন বায়ু গায়ে মেখে চলে,
যুক্তিহীন যুক্তি দিয়ে শুধু কথা বলে।
পড়ালেখা বাদে সব লাগে খুব ভালো,
প্রজ্বলিত বাতি নিভে দূর হয় আলো।
ধীরে ধীরে ধেয়ে আসে তমস্বান রাত,
স্বপ্ন হারানোর ভয়ে ভিজে আঁখিপাত।
সমাজের গাঁটে গাঁটে কঠিন অসুখ,
ভুলে ভরা কাজে পায় সকলেই সুখ।


১২/১০/২০২১ ইং