গগন খুড়োর বাড় বেড়েছে, গিয়ে ঘরের বাইরে,
চিৎকারে কয়- খেদির মা তোর সঙ্গে আমি নাইরে!
যখন তখন ভেংচি কাটিস, শাসাশ খুন্তি নেড়ে!
একটু এদিক-ওদিক হলেই পাড়িস গালি ঝেড়ে!!


আগুন ছাড়াই তোর মুখে খই ফোটে দিবস-রাতি,
দেশান্তরি হ'লে কি তোর জ্বলবে ঘরে বাতি?
আহ! আহা! বিষ নেই তার কুলোপানা চক্কর!
খুড়ি বলে- যা দিকিন তুই! ব্যাটা ভাবের ফক্কর!!


তুই গেলে ওই গঙ্গা জলে ডুব দিয়ে কাল ভোরে,
পাশের বাড়ির হাঁদারামকে আনবো আমি ধ'রে!!
"কী বললি তুই!?"- বলেই খুঁড়ো লম্ফ দিয়ে ঘরে,
ঢুকেই বলে এমন কথা কেউ কি মুখে ধরে?


খিদের জ্বালায় পেট জ্বলে যায় বকায় ভরি উদর,
সঙ্গে ঝাঁটা, খুন্তির আদর সইবে কি তা ভুধর!?
একটু হলেই হাঁদারামের বাটনা বাটিস নিত্য!
মুচকি হেসে খুড়ি বলে- জ্বালাস নে আর পিত্ত!!


১৬/০৮/২০২৩ ইং