কাব্য নিয়ে চর্চা করি ক্ষুদ্র অবকাশে,
কাব্যরসের সৃষ্টি সুধায় গোমড়া মুখও হাসে।
ফুলের মতো, প্রিয়ার মতো কাব্য ভালোবাসি,
কাব্যরসে সিক্ত হয়ে মিষ্টি মধুর হাসি।


ভ্রষ্টাচারি পঙ্গপালের সৃষ্ট হলাহলে,
মন যমুনা উথলে উঠে ব্যথার দাবানলে।
প্রতিবাদের বর্শা ছুঁড়ি কাব্যরসের বাণে,
দগ্ধ বুকে শান্তি আসে শত্রু নাশের গানে।


প্রেমের নামে সমাজ গাত্রে পরকিয়ার খেলা,
স্বাধীনতার নামে ভাসায় প্রলয় নৃত্য ভেলা।
সমাজ বদলে দিতে পারে শক্তিশালী কাব্য,
বিকলাঙ্গ মনকে কাব্য করতে পারে নাব্য।


৩০/১২/২০২১ ইং