কাঁটার বাঁধা (রুবাই - ৪)
               --জগদীশ চন্দ্র মণ্ডল


তোমার আশায় পথ চেয়ে রই সে পথ কাঁটায় ভরা,
তোমার পথটি নরম আলোর কুসুম বিছানো ধরা।
তোমার নূপুর রিনিঝিনি রবে সবারে মোহিত করে,
আমি অভাজন কাটার বাধায় পড়ে আছি নিয়ে জরা।


১০/০৯/২০২৩ ইং


চাই শুধু আমি ধন (রুবাই - ৫)
             --জগদীশ চন্দ্র মণ্ডল


লোভের কাঁটার অগ্নি মশাল দগ্ধ করে এ মন,
যত বেশি পাই আরো তত পেতে অধীর সারাটা ক্ষণ।
অপরের ভাগে কম পড়ে কিনা সে কথা ভাবি না প্রভু,
তাই তুমি দূরে- এ কথা বুঝি না, চাই শুধু আমি ধন।


১০/০৯/২০২৩ ইং