ভোটের নেশায় দেখো মাতোয়ারা সব,
পাড়ায় পাড়ায় শুনি শুধু কলরব।
মধুর মধুর স্বরে কথা বলে বলে,
ভদ্রবেশী নেতা সব জোড়করে চলে।


প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাচ্ছে দেশ,
মুছে গেছে গরিবের মনে জমা ক্লেশ।
বিনয়াবনত নেতা যায় ছুটে ঘরে,
পদধূলি নেয় মেখে মাথার উপরে।


সদালাপী নেতাদের দেখে হাস্য মুখ,
অনাহারী ভুলে ক্ষুধা, যত আছে দুখ।
অমীয় সুধায় মাখা নেতার বচন,
কী যে সুখ আনে মনে, না যায় কথন!


যেই মিটে যাবে এই ভোটের তুফান,
আদার ব্যাপারী যারা-- নেই কোন মান,
নেই যার জীবনের কানা কড়ি দাম,
ভুলিবে নেতারা সেই জনতার নাম।


খেলা হবে শুনে ভীতি জাগে অগণন,
রশিতে, গুলিতে কত জীবন পতন।
আমি বলি চুপি চুপি দেখো বসে খেলা,
কেবা মরে কেবা বাঁচে ডুবে কার বেলা।


মরণ ছোবল নিয়ে করোনা আবার,
জেগেছে দারুণ বেগে করিতে সংহার।
নিরাপদে দূরে থাকে নেতা-নেত্রী সব,
জনতা সানন্দে মিশে করে কলরব।


জনতার আম যাবে ছালা যাবে সাথে,
সবেগে বজ্রবিদ্যুৎ পড়িবে যে মাথে।
কবে এই জনগণ পাবে ফিরে হুঁশ!
বুঝিবে নেতার ছল, কথার ফানুস।


২৪/০৩/২০২১ ইং