তাকাও--!
পঞ্চ ইন্দ্রিয়কে সচেতন করে ভালো করে দেখো--!
অনিন্দ্য সুন্দরী অষ্টাদশী যুবতী দাঁড়িয়ে আছে
তিন রাস্তার মোড়ে, দেব শিশু কোলে--
সম্মুখে প্রসারিত হাত--
তিন দিন উদরে ওর জোটেনি তো ভাত--!!
রূপ লাবণ্য ঢেকে দিয়েছে
শত ছিন্ন পোশাকের দীর্ণতা, মলিনতা
নিপুন তুলির আঁচড়ে হর্ষোৎফুল্ল নগ্ন প্রতিকৃতির মতো--

মলিন বদন--
বোশেখের কালো মেঘে ঢেকে থাকা
বিষণ্ণ আকাশের মতো,
দারিদ্র আর নিপীড়নের কষাঘাতে জর্জরিত মন,
কান্নারা হারিয়েছি পথ, অশ্রুহীন কমল লোচন।

একদিন সব ছিল তার--
হাসি ছিল, কান্না ছিল, ছিল আকাশ উদার--
পাখির কাকলি আর ফুলের সৌরভ
প্রভাতে ভাঙাতো ঘুম--
কোথা থেকে ছুটে এলো দুরন্ত কৌরব--
কেড়ে নিল সুখ, শখ, লাজ আবরণ
মুহূর্তে করেছে তাকে হীনআভরণ--

মদোম্মত্ত হায়নার দল--
বিদীর্ণ করে দিয়ে
ভরা পূর্ণিমার প্লাবিত জোছনার আলো
পিতৃহীন তরুণীর ভালে
একে দিল তমসার তিল,
ভুলে গেল স্বপ্ন দেখা, ভুলে গেল হাসা খিল খিল।

নির্বিচারে জুটেছে ভাগ্যে--
বারাঙ্গনা, কলঙ্কিনী নানা বাক্য শর
ক্ষুধার দহন জ্বালা সহেনা উদর--

দানবের লোভের আগুন
কোলে নিয়ে আজ,
পেতেছে ভিক্ষার হাত কে ঢাকিবে লাজ--!?

২৫/০১/২০২১ ইং