মাত্রাছাড়া জীবনযাত্রা চলছে চারিপাশে,
তাই না দেখে ছনু পাগলা খিলখিলিয়ে হাসে।
অফিস ফাঁকি দিয়ে কেহ আপন কাজে ব্যস্ত,
কেহ আবার নিজ দায়িত্ব 'পরকে করে ন্যস্ত।


ঘুষের আশায় মুখে কপাট কথা বলতে অপারগ,
কোন কথা দুবার বললে ফুলে ওঠে গলার রগ।
বাম প্রগণ্ডের মুঠি খুললে ফোটে মুখে দারুণ খই,
দাঁত কেলিয়ে বলেন, দাদা, খাবেন একটু বাড়ির দই?


কারো ঘটে বুদ্ধি বেশি করে নেতার চামচামি,
নেতার বদনা ভরে দিয়ে মুচকি হাসে খুব দামি।
কেহ আবার নেতার বৌয়ের পা টিপে দেয় দুএকবার,
ওতেই বাবুর পকেট গরম সুখে টানে চারমিনার।


সঠিক কর্ম ফেলে কেহ ব্যস্ত থাকে ধান্দাতে,
স্রষ্টার কাছে ভিক্ষা মাগে সঠিক কর্মী বান্দাতে।
ধান্দাবাজি, ফাটকাবাজি পড়বে ধরা যে রাতে,
সুদ-আসলে গুনতে হবে খাবে ধন ওই পিঁপড়াতে।


১৫/০৩/২০২১ ইং