তোমরা শুধু পড়তে বলো
ভাল্লাগেনা আর,
আমার যেতে ইচ্ছে করে
ওই না পুকুর পাড়।


সেথায় গাছে দোয়েল নাচে
শুনি পাখির গান,
ভালো লাগে পুকুর জলে
দেখতে কাকের চান।


ফুল বাগিচায় দেখো হরেক
প্রজাপতির মেলা,
ইচ্ছে করে ওদের সাথে
খেলতে সারা বেলা।


বড়ো বড়ো পুঁথির পড়া
বিশাল ব্যাগের চাপ,
বইতে আমি পারি না মা
দাও না ক'রে মাপ!


সবাই কি মা ইঞ্জিনিয়ার
কিংবা হবে ডাক্তার?
ফুলের কথা, পাখির কথা
ভাববে না কি কেউ আর?


০৬/০৪/২০২৩ ইং