অগ্নিঝরা নিদাঘ চৈত্রে আজকে খুশির দোল,
আয় না সবাই খেলবো হোলি সঙ্গে নিয়ে খোল।
গুমোট হাওয়া উড়িয়ে দেবে আবিরের লাল রঙ
আনবে বয়ে চাঁদের হাসি, খুশির কলরোল।


আয় না ঘরের বাইরে ছুটে আকাশ আজি লাল,
ফাগুন ফাগে উঠছে সেজে বুড়ো-বুড়ির গাল।
যেদিক তাকাই রঙের মেলা দুঃখ কারো নেই
খুশির মাদল বাজিয়ে চল হই না রে মাতাল!


দোল পূর্ণিমার খুশির দিনে হিংসা ভুলে যাই,
ভালোবাসার রঙিন সুতোয় জীবনটা রাঙাই।
আবির রঙে ডুবিয়ে দিয়ে বিভেদ ও জত-পাত
এসো সবাই সাম্যবাদের শতদল ফুটাই।


দোলের স্রষ্টা রাধা-কৃষ্ণের অকাম মুক্ত প্রেম,
ছড়িয়ে পড়ুক সবার মনে সৃষ্টি করুক হেম।
জীবন থেকে চেয়ে নিয়ে একটু সময় আজ
এসো মাতি রঙের খেলায় উড়িয়ে দিয়ে শেম।


১৮/০৩/২০২২ ইং


বিঃ দ্রঃ কবিতাটি পোস্ট করতে দেরি হয়ে গেল। আন্তরিকভাবে দুঃখিত।