তুই যে আমার বুকের ভেতর
চন্দ্র-সূর্য-তারা,
তোকে ছাড়া এই আমি হই
ভীষণ বাক্যহারা।


ভোরের রবি ওঠার আগে
উঠিস রে তুই জেগে,
নিঝুম ঘরে ছুটে বেড়াস
ফিনিক্স পাখির বেগে।


ভোরের রবি হেসে ওঠে
তোর ওই মিষ্টি ঠোঁটে,
রাতের জোছনা আপন মনে
তোর চরণে লোটে।


তোকে ছাড়া দিন-দুপুরে
যায় ডুবে ওই বেলা,
থাকলে কাছে মধ্যরাতে
রৌদ্র করে খেলা।


নীল আকাশে ছেঁড়া ছেঁড়া
মেঘের ভেলা যেমন,
স্বাধীনভাবে ঘুরে বেড়ায়
তুইও বেড়াস তেমন।


ছোট্ট চরণ যুগল যখন
ক্লান্ত হয়ে থামে,
নিঝুম রাতের নিস্তব্ধতা
আমার ঘরে নামে।


তুই তো আমার ভোরের হাওয়া
এক মুঠো রোদ্দুর,
তুই তো আমার হৃদ গহীনে
খুশির সমুদ্দুর।


২৮/০২/২০২২ ইং