তোমার ছলনে কাটছে প্রহর ভুলেছি আপনজন,
অলস ঘুমের বালুকাবেলায় হারিয়েছি এই মন।
কুয়াশায় মোড়া আঁখিপল্লব ভ্রান্তিবিলাসে মগ্ন,
চেতনা রোহিত অনুভূতিহীন বিবেক হয়েছে নগ্ন।


পথের ধুলায় মানবতা কাঁদে এ যেন বাদল বারি,
শকুনের দল উল্লাসে মেতে সাবাড় করছে তাড়ি।
আমিও ওদের বন্ধু, সুজন বিবেকে রয়েছে তালা,
চাবিটি রেখেছি তোমার হস্তে পরেছি ভুলের মালা।


ইচ্ছে মতন খেলছো তুমি হে! তাইতো নিঠুর খেলা,
বিকল হৃদয় বুঝতে পারেনা কখন ডুবছে বেলা।
রূপের আগুনে পুড়ছে ফাগুন নয়ন হয়েছে অন্ধ,
কাকের মতোই চক্ষু মুদিয়া ভাবছি সবই বন্ধ।


হৃদয় হরণ করেই আমার অন্ধ করেছ মন,
তপ্ত আগুনে জ্বলছি এখন যেন খাণ্ডব বন।
যেদিকে তাকাই শুধু মরুময় নেই সবুজের দেখা,
লাল নীল সাদা বিবর্ণ আজ ভাগ্যলিপির লেখা।


আকাশের নীল ফ্যাকাশে হয়েছে পাখিরা ভুলেছে গান,
জীবন নদীর স্রোতধারা আর তোলে না ঝড়-তুফান।
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি অভাগা তোমার পুতুল হয়ে,
কী শান্তি পাও! চতুর দামিনী নির্বোধ বোঝা বয়ে!?


৩১/০১/২০২১ ইং