ভালবাসি আমি আকাশের তারা ভালবাসি ওই সূর্য
ভালবাসাহীন পৃথিবীতে আমি হতে চাই রণতূর্য।
স্বার্থের মোহে পৃথিবী ঘুরছে ভ্রষ্টচারীর দল,
স্বার্থ হাসিলে উল্লাসে ফেটে হাসে শুধু খল খল।


এই পৃথিবীর পান্থশালায় স্বল্প আয়ুর দিন,
বিদায়ের আগে শুধে যেতে চাই যতটুকু পারি ঋণ।
মানুষ হিসেবে মানুষের প্রতি জমেছে অনেক দায়,
শুধে যেতে চাই জীবনের ঋণ পিতা ও মাতার পায়।


তাঁদের আদর ভালোবাসা পেয়ে হাঁটতে শিখেছি পথ,
কন্টকে ভরা ধরণীতে তাঁরা ছড়িয়েছে আলো রথ।
বিপদে-আপদে আগলে রেখেছে বুকের ভেতরে চেপে,
অভুক্ত থেকে দিয়েছে খাদ্য সারাটি জীবন ব্যেপে।


তাঁদের আদর ভালোবাসা ঋণ হবে না কখনো শোধ,
শেষ জীবনের কষ্ট খানিক যায় যদি করা রোধ।
সুজন-বন্ধু রয়েছে অনেক জীবনের বাঁকে বাঁকে,
তাদেরও কাছে জমা থাকা ঋণ শোধিতে হবে যে ফাঁকে।


আত্মার সাথে আত্মীয় যারা রয়েছে এমন কত,
ভালোবাসা ডালি ভরিয়ে দিয়েছে বুকে রেখে নানা ক্ষত।
যাযাবর কাল ছুটছে সবেগে নিরুদ্দেশের পথে,
কে রুধিবে তারে? কে আছে জোয়ান উঠবে কালের রথে?


ভালবাসাহীন ধরিত্রী? সে তো সাহারার ন্যায় মরু,
বসন্তে দেখো নব কিশলয় যেভাবে সাজায় তরু,
ভালোবাসা পারে তেমনি ভাবেই রাঙাতে ধরার বুক,
এসো সবে মিলে ভালোবাসা দিয়ে কিনে নেই কিছু সুখ।


০৭/০৫/২০২১ ইং