জীবন এখন বড় অনিশ্চিত
করোনা দাঁড়ায়ে দুয়ারে,
করোনা করে না ভেদাভেদ কোন
কে তাড়াবে বল উহারে?


চিনা নামক এক বর্বর জাতি
করেছে করোনার সৃষ্টি,
পুরো বিশ্বের ক্ষতি করাই নাকি
তাদের কালচার কৃষ্টি।


হিন্দু-মুসলিম দেখেনা করোনা
দেখেনা বৌদ্ধ ও খ্রিষ্টান,
করোনা দাপটে দিশেহারা সবে
কঠিন এখন তিষ্ঠান।


করেনা ভেদাভেদ ধর্ম-বর্ণের
সে নয়তো সাম্প্রদায়িক,
নিজের লক্ষ্য পূরণের মানসে
করে পরিশ্রম কায়িক।


জাতিভেদ প্রথা মানে না করোনা
মানে না ভেদাভেদ কোন,
ছোট, বড়, ধনী সকলে সমান
মন দিয়ে কথাটা শোন।


অসাম্প্রদায়িক করোনা তাড়াতে
জোট বাঁধো সকল মানুষ,
নিয়ম বিধি মেনে চলো সবাই
ফেরাও নিজেদের হুঁশ।


ভুলে যাও সবে হিংসা ও ঘৃণা
ত্যাগ করো নিজের জেদ,
করোনার বিরুদ্ধে লড়াই করতে
কোরনা কেউ ভেদাভেদ।


১৯/০৬/২০২০ ইং।