যেদিকে তাকাই ওঁত পেতে আছে অন্ধকার
রাক্ষসের মতো গিলে খাচ্ছে অনুভূতির জীবন্ত সত্তা
চক্ষু বন্ধ করে অর্জুন দেখতে পেয়েছিল শুধুই পাখির চোখ
প্রবাহমান অমানিশার চোখ শুধু দেখতে পায় লাভ ও স্বার্থপরতা
ভালোবাসা, দায়বদ্ধতা এখানে জগদ্দল পাথর
ঠকিয়ে ঠকিয়ে আয়েসি ভঙ্গিতে মেখে নেয় সুগন্ধি আতর
স্বার্থের কালোবাজারিতে বিক্রি হয়ে গেছে--
বিবেকের কষাঘাত
সচেতনতার, সভ্যতার বোধ
কর্ণরন্ধ্রের বিশ্বস্ত ঘুলঘুলি
প্রতিবাদের সুঠাম চেতবাণী


বিশ্বজনীন অন্যায় অবিচারে নিমগ্ন কিছু মানুষ
আর এক দল সেজে আছে কুম্ভকর্ণ
যত মাথা ব্যথা কবিদের
অস্ত্রের আঘাত ছাড়াই তাদের রক্ত ঝরে অবিরাম


০২/১২/২০২৩ ইং