লাল টিপ দেখে ভালে যার জাগে দ্বেষ,
ধর্মানুভূতি কি তার আছে বিন্দু লেশ?
পরনারী, পরধর্মে শ্রদ্ধা নেই যার,
কে বলে মানুষ তাকে? পশুর আচার!
এত যদি ধর্ম মানো বলো দেখি ভাই,
ধার্মিকেরা কেন করে ঘুষের কামাই?
কেন গো ধর্ষণ করে ধর্মালয়ে থেকে?
অনায়াসে খুন ক'রে চলে রক্ত মেখে!


স্রষ্টার অপার কৃপা, সৃজিত রমণী,
যার রূপ-গুণে নাচে তৃষিত ধমনী।
তার ভালে সূর্য রাঙা লাল টিপ খানি,
মোহময়ী সৌন্দর্যের লীলাভূমি মানি।
ধর্মের সঙ্গে যে নেই টিপের বিরোধ,
এ কথা বুঝ না কেন বলো হে নির্বোধ!?


০৫/০৪/২০২২ ইং