বড়ো গাছে নাও বেঁধো না (লিমেরিক - ১২)
            --জগদীশ চন্দ্র মণ্ডল


বাঘের সাথে ছাগের পিরিত হয় কি কোন কালে?
বাঘ ছাগলকে ভালোবাসে মাংস খাওয়ার তালে।
বাঘের ছায়ায় ছাগল খুশি
গর্বে চলে তাকে তুসি
মরেই বোঝে কী ছিল তার সুখ বিলাসী ভালে।


১৯/০৩/২০২৪ ইং


বাঁদরামি (লিমেরিক - ১৩)
             --জগদীশ চন্দ্র মণ্ডল


গাছের ডালে উঠে বানর করছে দারুণ রাজ,
তুললো যারা সেই জনতার মাথায় ফেলছে বাজ।
ভুলের মাশুল গুনছে তারা
বানর সুখে আত্মহারা
জনগণের মাথায় হিসু করছে ভুলে লাজ।


১৯/০৩/২০২৪ ইং