যা পেয়েছি তাতেই খুশি
যা পাইনি তা নয় আমার,
এই সত্যটি মেনে নিলে
কেউ হবে না আর চামার!


সব পেতে চাই- ভাবনা খানি
যখন মনে বীজ বোনে,
তখনি হই হায়না-শকুন
ভালো কথা কে শোনে?


লোভের আগুন দগ্ধ ক'রে
হৃদয় করে তুষের ছাই,
নিজের খাবার খেয়ে তখন
পরের খাদ্যে হাত বাড়াই।


লোভে হয় পাপ, পাপে মৃত্যু-
বুঝলে এমন সার সত্য,
হতে পারি সবাই সুখি,
হয় না কষ্ট অকথ্য!


২৮/০৪/২০২৩ ইং