যৌবন উন্মাদনায় করেছ যে পাপ,
অন্তিম জীবনে তার অসীম সন্তাপ
পেতে হবে বিধাতার সৃজিত বিধান।
তাপিত হৃদয় আজ চিতা বহ্নিমান।
দারা-পুত্র-পরিবার ছেড়ে লালসায়,
পরের কামিনী নিয়ে ভেসেছ ভেলায়।
জীবন সায়াহ্নে এসে সেই গর্ভজাত
পুত্র যদি গালি দেয় কেন কাঁদো তাত?


পাপাচার বিনিময়ে খরিদা এ দুখ,
কে আছে- রুধিয়া দেবে শতদল সুখ?
রবি যতো উচ্চে ওঠে দেয় ততো তাপ,
বয়স বাড়ার সাথে বাড়ে অনুতাপ।
বাকিটা সময় দেবে ভুলের মাশুল,
মনে হবে খরতাপে মধুকর হুল।


২৬/০৪/২০২২ ইং


বিঃ দ্রঃ "তাত" শব্দের অর্থ পিতা বা পিতৃব্য বা পিতৃ সমতুল্য অন্য কেউ। এখানে পিতৃ সমতুল্য অন্য কাউকে বুঝানো হয়েছে।