মানবে দানবে দেখো বেঁধে গেছে রণ
দানবেরা সঙ্ঘবদ্ধ হিংসা, ঘৃণা, লোভে,
নেই কোন ভেদাভেদ সাম্যবাদী মন,
সম্ভ্রম, সম্পদ লুটে আনন্দ উৎসবে।


মানবেরা অচেতন ঘুমে আছে বেশ,
পরস্পরে হানাহানি জ্ঞানের অভাব,
আত্মসুখে মগ্ন থাকে সুখের আবেশ,
অন্য কারো বিপদে গা বাঁচানো স্বভাব।


আপন কর্মে 'বিপদ' ভীষণ নির্দয়,
শক্তের দারুণ ভক্ত দুর্বলের যম।
অজ্ঞান অন্ধের করে দখল হৃদয়,
এভাবে চললে বন্ধ হয়ে যাবে দম।


জেগে ওঠো মানবেরা ঐক্য গড়ে সবে,
বাঁচাতে বিত্ত, সম্ভ্রম চাও যদি ভবে।


২২/১০/২০২০ ইং


(শেক্সপিয়রীয় সনেট)