ধর্ম ধর্ম করে যারা হচ্ছো গলদঘর্ম,
অন্য ধর্মে গালি পাড়া কেমন ভালো কর্ম?
নিজের ধর্ম পালন করে দাও যদি মান অন্যে,
তোমার ধর্মের বাড়বে সম্মান, বাড়বে তোমার জন্যে।


হিন্দু হয়ে মুসলিমে কেউ যবন বলে দেয় গালি,
চাঁড়াল বলে, কাফের বলে মুসলিমে দেয় হাততালি।
ধর্মটাকে পাশে রেখে সবার আগে মানুষ হও,
থাকবে না ভেদ হিন্দু-মুসলিম ভ্রাত্রি প্রেমে বুকে লও।


মানবতা নেই মনে যার পশুর সাথে তার কিসে ভেদ?
আসল মর্ম না বুঝে তাই ধর্ম নিয়ে মূর্খদের জেদ।
বলে গেছে কাজী নজরুল, "আগে মানুষ; ধর্ম নয়--"
মানব কল্যাণ করতে মানুষ সৃষ্টি করছে ধর্ম ভয়।


ধর্ম এখন পুষ্ট হয়ে খাচ্ছে গিলে মানবে,
তাইতো এখন নেই কোনো ভেদ মানব এবং দানবে।
পুজো করে, নামাজ পড়ে করে যারা ধর্ষণ,
তাদের আবার মানুষ বলে, কোন সে মূর্খ দর্শন?


সবাই হলে হিন্দু-মুসলিম মানবতা থাকবে কই?
ধর্ম এখন বোমার মতো ফুটছে যেন ধানের খই।
সবার আগে মানুষ হয়ে ধর্ম করো মাথায় তাজ,
তবেই হবে মানব কল্যাণ পড়বে না আর মাথায় বাজ।


২৭/০৪/২০২১ ইং