ধর্ম বানাও মস্তকে তাজ
              কর্ম করো একমনে,
তবেই তুমি সফল হবে
              শ্রদ্ধা করবে লোকজনে।


ধর্মের নামে চিৎকার করে
              লম্ফ দিয়ে হবে কি?
স্রষ্টার আশিস পায় কর্মবীর
              কর্ম করেই খাবে ঘি।


সাম্য, মৈত্রী, মানবতা
              সকল ধর্মের মূল কথা,
আল্লাহ্, ঈশ্বর, ভগবান এক
              খোঁজো কেন অন্যথা?


নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে
              অন্য ধর্মে দাও গালি,
নিজের ইচ্ছায় খাচ্ছো চেটে
              আপন চটির সব বালি।


নিজের ধর্ম পালন করে
              অন্য ধর্মে দাও হে মান,
তবেই শান্তি আসবে দেশে
              পাবে তুমি ঠিক সম্মান।


ধর্মের চেয়ে কর্ম বড়ো
              কর্ম করলে আসে ধন,
কর্মের সাথে ধর্ম রাখলে
              হবে তুমি মহাজন।


তাইতো বলি ধর্ম নিয়ে
              বাড়াবাড়ি ভালো নয়,
ভাবো, সবাই স্রষ্টার সৃষ্টি
              মানবতার হবে জয়।


০৩/০৪/২০২১ ইং