কেউ কেউ বলে অসুর এবার
ধ্বংস করবে দেশ,
কেউ কি বলে চোরের দলে
আছে মজায় বেশ?


দুর্গমতার সুযোগ নিয়ে
চোর এসে যায় ঘরে,
সোনা দানা টাকা পয়সা
নেয় সে আপন করে।


চোর তাড়াতে যখন আমি
ফোস্ করে ভাই উঠি,
ভাই ভগিনী প্রতিবেশী
ধরে আমার টুটি।


আমার চেয়ে চোর মহাশয়
তাদের কাছে আপন,
বিভীষণের চেলা সবাই
ভদ্র জীবন যাপন।


আগ্রাসকে ঘরে ঢুকে
ধরলে আমার ঘাড়,
হাতজোড় করে বলবো তাকে
বাপ্ আমাকে ছাড়?


ভিতুর ডিম আর কাপুরুষরা
বলে এমন কথা,
নিজের ব্যথা না বুঝে পায়
চোরের ব্যথায় ব্যথা।


আত্মহত্যা মহাপাপ আর
আত্মরক্ষা ধর্ম,
অসুরের দোষ না ধরে তাই
ভাবুন আপন কর্ম।


মায়ের সম্মান রক্ষা করা
সব সন্তানের কাজ,
ভীতুরা সব ঘরেই থাকে
নেইকো তাদের লাজ।


দুর্বলেরা সারা জীবন
নিপীড়িত হয়,
খড়ক কৃপাণ ধরলে হাতে
শত্রু পাবে ভয়।


ঘরের কোণে বসে থেকে
সাজবো ভদ্রলোক,
শেয়াল শকুন খুবলে খাবে
খুলবো না তো চোখ?


নিজেও কিছু করবো না আর
পরকে দেবো বাঁধা,
আপন স্বার্থে রত থেকে
যায়না জীবন সাধা।


দেশের সম্মান রক্ষায় যিনি
ধরবে কৃপাণ হাতে,
তাহার হাতে হাতটা রেখে
মারবো শত্রু ভাতে।


১১/০৮/২০২০ ইং


(স্বরবৃত্ত ছন্দ)