মদের নেশায় চুর হয়ে যেই রঙ-তামাশায় মাতি,
চলার পথে ছাগল দেখে ভাবি মস্ত হাতি।
বেভুল মনে বিপথে যাই পড়ি গিয়ে গর্তে,
গিন্নি তখন বাড়িতে নেয় কান ধ'রে এক শর্তে।


ভালো মানুষ সেজে বলি, আর খাবো না দারু,
মন গহীনের অনল দহন দাও নিভিয়ে চারু।
একটু আদর-সোহাগ দিয়ে নিভাও বুকের জ্বালা,
ক্ষেন্তি মাসির মতো বকলে কানে লাগে তালা।


সাধে কি আর নেশার ঘোরে মত্ত হয়ে থাকি,
সুযোগ পেলেই আমায় তুমি দাও যে ভীষণ ফাঁকি।
তোমার কমল হরিণ আঁখি কার আঁখিতে পড়ে?
কার আঁখিতে স্বর্ণ হাসি জোছনা হয়ে ঝরে!?


দিচ্ছি কথা, আর কখনো খাবো না ওই তাড়ি,
সুবোধ বালক হয়ে থাকবো সকাল-বিকাল বাড়ি।
কাজের শেষে ফিরবো বাড়ি চাঁদপানা মুখ আশে,
চাঁদের হাসি হেসে তুমি থাকবে আমার পাশে?


০২/১২/২০২১ ইং।