তুমি আমি আপন ভ্রাতা করবো ভাগাভাগি,
মাঝে মাঝে বাটোয়ারায় করবো রাগারাগি।
তোমার ভাগে কোরমা পোলাও আমি খাবো মধু,
তোমার আমার অনুচরগণ খাবে শুধু কদু।


তোমার আমার ঝগড়া হবে শুধু মাঠে ময়দানে,
আমাদের এই ছল-চাতুরি বুঝবে না তো শয়তানে।
রাতের বেলা একাসনে করবো তাড়ি পান,
খুশির বানে ভেসে যাবো জুড়বো নৃত্য-গান।


তোমার দুঃখ আমি বুঝবো আমার দুঃখ তুমি,
প্রয়োজনে তোমার চরণ যাবো আমি চুমি।
সভামঞ্চে তোমায় আমি করবো গালাগালি,
জনগণে খুশি মনে দিবে হাতে তালি।


তুমি আমি পাক্কা শয়তান জনগণ তো বোকা,
জ্বালাময়ী ভাষণ শুনে খাবে ওরা ধোঁকা।
দুধের সরটুক খাবো আমরা ওরা চুষবে আঁটি,
ওদের সামনে বাহির করবো স্বর্ণ দন্ত পাটি।


তোমার আমার খেলা এমনি চলবে চিরকাল,
যাবে না তো অভাব ওদের ফিরবে না তো হাল।
আপন স্বার্থ রক্ষা করতে দেশ যদি যায় ভেসে,
যাক না ভেসে-- তুমি আমি মরবো হেসে হেসে।


১৮/১২/২০২০ ইং