সাম্যবাদের মুখোশ এটে বসে আছি তেতালায়,
বলছি সবাই এক-ই মানুষ ভাসবো সবাই এক ভেলায়।
কৃষক, মজুর, শ্রমিক, মেথর সবাই আমার ভাই,
এসো সবাই মিলে-মিশে আনন্দে গান গাই।


এক টেবিলে খাবার দিলে মিষ্টি হেসে বলি,
উদর আমার জ্বলছে পীড়ায় বাথরুমে তে চলি।
তোমরা সবাই মনের সুখে খাওনা ভরে পেট,
সুস্থতা বোধ করলে খাবো করবো না তো লেট।


আমার মুখের আলগা মুখোশ দেখতে সবাই পায়,
আসল মুখোশ দেখার আগেই বলছি আমি হায়!
ভীষণ জটিল কাজটি আমার ভুলেই আছি বসে,
কাজটি সেরে সবাই মিলে করবো গল্প জোসে।


গরিব লোকের পোশাক দেখে জাগে মনে হাসি,
বলছি হেসে তোরে দেখে বাজছে হৃদে বাঁশি।
যত্ন করে কাজটি করিস আমার সোনার ভাই,
ভীষণ ব্যস্ত নাইরে সময় এখন আমি যাই।


ভয়তে থাকি আসল মুখোশ কখন যাবে খুলে,
ভালোবাসার রঙ হারিয়ে যাবে ওরা ভুলে।
ওরাই আমার ব্যবসাপাতির আসল মূলধন,
ওদের ছাড়া মাথা আমার ঘুরে যে ভন ভন।


মুখে আমি যাহাই বলি আসল খবর রাখে কে?
বিদ্যা-বুদ্ধি আছে ওদের খুলবে আমার মুখোশ হে!


৩০/০৯/২০২০ ইং