মুক্তি! সে তো কাঙ্খিত এক সুখ,
তৃষ্ণায় যেমন স্বচ্ছ শীতল জল।
চাইলেই সে কি বাড়ায় বন্ধুর হাত?
খেলবে খানিক মেঘ-সুরুজের ছল।


সুখের সংসার, কুসুম কানন সব
মনে হবে বিমর্ষ বিকেল,
চৈতি রোদের উত্তাপ টুকু চাও?
দেখবে শুধু বিষণ্ণতার খেল।


হাড্ডি-মাংসে জমবে ব্যথার ঢল
ধূসর মেঘে ঢাকবে মাথার ছাঁদ,
যার খেলা সে খেলবে সুখের খেল
তোমার জন্য থাকবে পাতা ফাঁদ।


ফাগুন হাওয়ায় থাকবে নরম রোদ
প্রেমিক মনে খুশির সরোবর,
সবার বক্ষে সুখের পুষ্প বাস
তোমার বুকে বইবে ধূর্ত ঝড়।


দেখবে যখন জীবন নদীর বাঁক
ধুধু বালুচরের নিথর ভিড়,
আত্মবিশ্বাস ধ্বসে গিয়ে ঠিক
চোখ ভাসাবে ফেনিল অশ্রুনীর।


মুক্তি তখন আসবে নেমে চুপ
ধরবে তোমার অবিশ্বাসী ঘাড়,
বলবে হেসে মুক্তি হলো তোর
বন্ধ হলো দুঃখের পারাবার।


৩০/১০/২০২৩ ইং