এই যে যারা যখন তখন পাল্টে ফেলে নিজের ভোল,
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে খাওয়ায় দারুণ ঘোল!
এক বাক্যে তাদের আমরা বলে থাকি মহা ওস্তাদ!
পাখি যেমন শাখায় শাখায়
নেচে নেচে পোকাদের খায়,
ওরাও তেমনি-
এ ঘর থেকে ও ঘরে যায়,
ননী চোরের মতো করে সব ননী খায়!
নিজের জীবন ধন্য করে, পরের জীবন করে বরবাদ!!


সেই তোমাদের বলছি শোনো- বুদ্ধি খানিক করো বার,
বেয়াক্কেল এই গরম বাবার ধরো দেখি শক্ত ঘাড়!
হনুমানের পুচ্ছ ভেবে শক্ত করে লাগাও হাত,
বন বন বন ঘুরিয়ে রোদের ঝরাও দেখি অশ্রুপাত!!


সুযোগ বুঝে নগ্ন হয়ে তোমরা সাজো নটরাজ,
এই গরমের গলায় দড়ি পরিয়ে দেখাও আছে ঝাঁজ!!
না পারলে ভাই নিজের কর্ণ যুগল ধ'রে চাও তো মাপ!
চরম গরম আর তোমাদের নগ্ন নৃত্য সয় না বাপ!!


২১/০৪/২০২৩ ইং


বিঃ দ্রঃ ইতোমধ্যে গরম একটু কমে যাওয়ায় পুনশ্চ--


পারলি না তো ভণ্ড তোরা
করতে কিছু গরমের,
দ্বীন দরদী স্রষ্টা নিজেই
করল আসান চরমের।


উটকো গরম, ফাটকা রোদের
গলায় দিয়ে রশির টান,
স্রষ্টা নিজেই বুঝিয়ে দিলেন
ধরতে পারেন চোরের কান।


তাই রে ভজা রাখ রে মজা
একটু সামলা নিজেকে,
দেখ না ভেবে নামলে জলে
তুই ছাড়া আর ভিজে কে!?


২৩/০৪/২০২৩ ইং