যৌবতী দারিকা চলে হেলে দুলে পথ,
কুচযুগ শোভে দেখো মালতি কুসুমে।
নয়নে অঞ্জন মাখা নাসিকায় নথ,
শিঞ্জনে টুটিছে নিদ্রা কে থাকবে ঘুমে।


আত্মভোলা সদাশিব প্রদীপ কুমার,
মহুয়া বনের পাশে নিরালা কুটির।
অধ্যয়নে মগ্ন থাকে নেই অহংকার,
বাতায়নে ধায় আঁখি নয়তো সুধীর।


যুবতী দামিনী একা তুলে ফুলদল,
পুলকিত হৃদয়ের আনন্দ বিহার।
কার আশে শিহরিত হৃদয় উতল,
প্রফুল্ল এ মন তার শিখর নীহার।


কোকিলের কুহুতানে দামিনী তাকায়,
গবাক্ষে ফেলিয়া আঁখি নিজেকে হারায়।


১২/১০/২০২০ ইং


(শেক্সপিয়রীয় সনেট)