সাপ পোষো তুমি দুধ কলা দিয়ে
                            ভেবেছ মজার খেলা,
ভেবেছ এভাবে রঙ্গ রসেই
                            কাটবে মাধবী বেলা।
সকালে উদিত মনোলোভা রবি
                            ডুবলে অন্ধকার,
তোমার খেলায় তেমনি তুমিও
                            হয়ে যাবে জেরবার।


ইতিহাস খোঁজো, দেখিতে পাইবে
                            ছলনার পরিণতি,
সাপের খেলায় জীবন দিয়েছে
                            দক্ষ যোদ্ধৃপতি।
যাদের মাথায় হস্ত বুলিয়ে
                            পেটে মেরে দাও ছুরি,
হয়তো তোমার ললাট লিখনে
                            ওরাই থাকবে জুরি।


নিয়তির খেলা কে বুঝিতে পারে,
                            বোঝেনি তো আগে কেউ,
সোনা রোদে মাখা প্রভাত আকাশ
                            ঢাকে জলদের ঢেউ।
যাদের দয়ায় ক্ষমতায় থাকো
                            বেকুব বানাও যাদের,
তোমার আকাশ ঢাকবে আঁধারে
                            হাত সরে যদি তাদের।


খাল কেটে তুমি এনেছো কুমির
                            আসবে এমন দিন,
তোমার সৃষ্টি কুমির তোমাকে
                            বানাবে ক্ষমতাহীন।
পাবে না বন্ধু-স্বজন সেদিন
                            বুক পেতে দেবে রণে,
ভাসবে তখন নয়নের জলে
                            কাঁদবে ক্ষুভিত মনে।


সততাবিহীন কুটিল খেলায়
                           সাময়িক জেতা যায়,
শঠতার মেঘ সরে গেলে তুমি
                           করবে যে হায় হায়।
শোন হে জালিম, আঁধারে ঢাকবে
                           তোমার ভাগ্যাকাশ!
সকল ক্ষমতা যার হাতে তিনি-ই
                           খেলে নিয়তির তাস।


৩০/০৩/২০২১ ইং