পাগল-ছাগল নেতা হলে
রাজ্য ডুবে যায়,
ডোবে বংশ, ডোবে সংসার
নির্বুদ্ধিতার ঘায়।


ভাবে আমি বিশাল হনু
বিদ্যার জাহাজ খুব,
অহংকারের মগডাল ছুঁয়ে
দেয় নর্দমায় ডুব।


দুর্গন্ধময় মন নিয়ে সে
ডোবায় বংশ, জাত,
হরিলুটের প্রসাদ পেয়ে
কাটায় মত্ত রাত।


অল্প বিদ্যার জাহাজ চ'ড়ে
সিন্ধু পাড়ি দেয়,
মহানন্দে গর্দভগুলো
তারই পিছু নেয়।


সবান্ধবে জাহাজ সমেত
ডুবছে দরিয়ায়,
তবুও তার ফেরে না হুঁশ
আনন্দে গান গায়!


ইতিহাসের 'অ' জানে না
বাপকে দিচ্ছে জ্ঞান,
জাত পোড়ানোর ভষ্ম মেখে
করছে সুখে ধ্যান।


০৮/০১/২০২৩ ইং


বিঃ দ্রঃ আমি নিজর জন্য একটি কুঁড়েঘর তৈরি করছি। এ কারণে ভীষণ ব্যস্ত। সময়ের অভাবে প্রিয় বন্ধুদের পাতায় যেতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। সবার জন্য অনন্ত শুভ কামনা।