রোদে পোড়ার অভ্যেস নেই যাদের--
তাদের ভালো লাগে সকালের সোনা রোদ,
ঘাসের ডগায় মুক্তোর মতো জ্বলজ্বলে শিশির কণা,
বসন্তে গেয়ে ওঠা কোকিলের কুহুতান,
ভালো লাগে দেখতে সমুদ্র বক্ষে রক্তিম সূর্যাস্ত--
স্বপ্নের রঙিন চশমা পরে বিহঙ্গের মতো
নীল আকাশে উড়ে বেড়ায় প্রেমিক-প্রেমিকা সেজে--


কারো কি ভালো লাগে চৈত্রের কাকফাটা রোদ?
ঘর্মাক্ত কলেবরে কৃষক ফলায় ফসল, চালায় লাঙল--
কোমরে গামছা, পরনে লুঙ্গি--
মাঝে মাঝে মুছে নেয় স্বেদ বারি--
ছায়া-ছাউনিহীন উদম মাঠে কখনো ভেজে
ঝমঝম বৃষ্টিতে--
ক্লান্ত অবসন্ন দেহে যায় বাড়ি--
আধপেটা খেয়ে বা দিনান্তে একবেলা খেয়ে
ফলায় সোনার ফসল--
সোনালি ফসলে যখন ভরে যায় মাঠ
ওদের মুখে দেখা যায় মুক্তোঝরা আকর্ণ হাসি--
ওরা ভালোবাসে কাকফাটা রোদ, আর ঝমঝম বৃষ্টি--


ঘাসের ডগার জ্বলজ্বলে শিশির বিন্দু,
সমুদ্রবক্ষে ডুবন্ত সূর্যের নয়নাভিরাম দৃশ্য,
কোকিলের কুহুতান,
ওদের কাছে তুচ্ছ, অর্থহীন--
নিত্য যারা যুদ্ধ করে ক্ষুধা আর অভাবের সাথে
তাদের জীবনে রোমাঞ্চের জায়গা কোথায়?
অর্ধাহারে-অনাহারে থেকে যারা জোগায় সবার অন্ন
সেই অন্নে প্রতিপালিত বাবুরা
দেখায় না সামান্য কৃতজ্ঞতাবোধ--
করে তুই-তোকারি, ওদের মনে করে অচ্ছুৎ--
ওদের উৎপাদিত ফসল খেয়ে জীবন নির্বাহ করে বটে
কিন্তু ওদেরকে ভাবে অস্পৃশ্য--
রাজনীতির ময়দানের মিষ্টভাষী কারবারিরা
ওদের ভাগ্য নিয়ে খেলে নিঠুর খেলা--


অলক্ষ্যে দাঁড়িয়ে দেখে নিষ্ঠুর বিধাতা--


২৫/০২/২০২১ ইং