কদিন আগেই কোকিলকণ্ঠ লতাজি গেলেন নিভে,
হে বিধাতা তুমি সব নিয়ে গিয়ে আর কত ব্যথা দিবে?
আজ সন্ধ্যায় নিভে গেলে দেখি সন্ধ্যা প্রদীপ খানি,
বেদনা সিক্ত হয়ে এ আমরা কত টেনে যাবো ঘানি?


সন্ধ্যা ছিলেন এই বাংলার গগনের ধ্রুব তারা,
সঙ্গীতাকাশে ঘিরিলো আঁধার আমরা বাক্যহারা।
নিয়তির ডাক কে রুধিতে পারে বোঝে না তবু এ মন,
সুরের আকাশে ব্যথা ভরা মেঘ কেঁদে যায় অনুক্ষণ।


হেমন্ত আর মান্না গিয়েছে অনেক আগেই চলে,
শ্যামল মিত্র মানবেন্দ্রজি যায় নি কো কিছু বলে।
কিশোর কুমার রফি আর গীতা স্মৃতি হয়ে গেছে আগে,
বেঁচে ছিল লতা, সুরেলা সন্ধ্যা ভালোবাসা অনুরাগে।


পুরনো দিনের শিল্পীরা সব একে একে চলে যায়,
ভারত মায়ের গর্বিত কোল এখন শূন্য প্রায়।
স্বর্ণযুগের শিল্পীরা সব স্মৃতির মিনার হয়ে,
হৃদয় গগনে বাতাসের মতো চিরকাল যাক বয়ে।


তারকাবিহীন সঙ্গীতাকাশ ভারত জননী কাঁদে,
পূর্ব গগনে উদিবে কি কেউ তরুণ রবির নাদে?


১৫/০২/২০২২ ইং


গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ক্ষুদ্র নিবেদন।