চারিদিকে ঘুরে ফিরে দেখি শুধু নোনাজল,
ক্ষয়ে চলা ভালোবাসা করে শুধু কোলাহল।
বেনোজলে ভরে গেছে হৃদয়ের অলিগলি,
ভালোবাসা ভুলে গিয়ে খুঁজে শুধু নবকলি।


ওই দেখো হকারেরা হেঁকে যায়, গান গায়,
সারাদিন কাজ করে, দিনমণি বয়ে যায়।
কাজ শেষে বাড়ি গিয়ে রমণীর হাসিমুখ,
অবসাদ মুছে দিয়ে মনে আনে কী যে সুখ!


ডাট্ মেরে বসে আছে দেখো ওই বাবুসাব,
ধনে-জ্ঞানে মহামতি কেরামতি হাবভাব।
কাঁড়ি কাঁড়ি টাকা-কড়ি রোজ রোজ করে আয়,
বাড়ি গিয়ে প্রতিদিন কামিনীর ঝাঁজ খায়।


কলেজের প্রফেসর দেখো তার কী যে হাল!
খেটেখুটে বাড়ি ফিরে হয় কত নাজেহাল!
সন্দেহে গৃহিণী তার হাতে নিয়ে মুঠোফোন,
চেক করে কল লিস্ট এসেছিল কল কোন্!


যদি দেখে রমণীর এসেছিল কল দুটি
লাগায় বিবাদ ভারি দুলিয়ে চিকুর ঝুটি।
গরিবের সাথে দেখো ধনীদের ব্যবধান,
গরিবে ঘুমায় সুখে ধনীদের যায় জান।


সুখ-শান্তি থাকে মনে, নয় টাকা গহনায়,
যার মনে সুখ আছে গান গায় অহনায়।
টাকা দিয়ে যায় কেনা শাড়ি, গাড়ি মনোরম,
বিশ্বাস ও ভালোবাসা ছাড়া বের হবে দম।


১৫/০২/২০২১ ইং