নিজেকে খুব দামি ভাবি
আসলে কি তাই?
লোকে আমায় মূল্য দিলে
তবেই মূল্য পাই।


অহংকারের পতন হবে
বলছে ইতিহাস,
তবুও তো গলায় পরি
অহংকারের ফাঁস!


স্বার্থের লোভে আপন জনের
চেয়ে অন্য লোক,
আপন ভাবি, তেল মেরে যাই
দেখাই অধিক শোক।


তাই বলে কি সব দেবে সে
উজাড় করে হাত?
হিসেব কষেই দিবে যতই
বিছাই বড়ো পাত।


অহংকার ও তেল মারাটা
হয়তো দক্ষ কাজ,
কিন্তু লোকে পিছে হাসে
বাড়ায় ঘৃণার ঝাঁজ।


সব বোঝা এক শমসের আমি
এটা বুঝি কি?
অহংকারীর পলান্ন ভাত
পান্তা ভাতে ঘি!


১৩/০২/২০২৩ ইং