সুবোধ নামের অবোধ বাবু তিনি নাকি কবি!
মন বৈকল্যে ভুগে আঁকেন নিজের নগ্ন ছবি!!
দেব-দেবতার নাম নিয়ে সে করে নানান রঙ্গ!
তার মুখে দাও ছিটিয়ে থুথু দেখুক চেয়ে বঙ্গ!!
সমাজ-রাষ্ট্রে মানুষ নামের সে যে এক কুলাঙ্গার!
কবি কুলের কলঙ্ক সে গন্ধযুক্ত অঙ্গার!!
সরস্বতী মায়ের নামে কুৎসিত ইঙ্গিত করো,
তুমি দেখছি ভূ-ভারতের বর্বর মস্তবড়ো!!
আসুন সবাই এমন পশুর মাথাটা দেই মুড়ে!
গাধার টুপি পরিয়ে মাথায় ঘুরাই শহর জুড়ে!!
এই পৃথিবীর সকল জাতি ধর্ম ভীষণ মানে,
আমার ধর্মের কিছু গাধা
মনটা যাদের নয় কো সাদা
দেবতাদের গালি পাড়ে কবিতা ও গানে!!
ধর্ম যদি পছন্দ নয়, থাকো না চুপ ক'রে,
পরের বিশ্বাস 'পরে কেন শকুন দৃষ্টি, ওরে!?
নিজের কৃষ্টি-কালচার যারা করে নাকো রক্ষা,
তাদের মনে বেঁধেছে ঘর অসভ্য এক যক্ষা!
মানুষ হয়ে পশুর আচার করো এবার বন্ধ!
নইলে কিন্তু তোমার ভালে লেখা আছে মন্দ!!
তোমার মতো আরো যারা দেবতাদের নিত্য,
গালি পেড়ে দেঁতো হাসে তাদের পশু চিত্ত!!


০৭/০২/২০২২ ইং


সুবোধ সরকার নামে এক কুলাঙ্গার কবি বিগত ০৬/০২/২০২২ ইং তারিখে "দৈনিক যুগশঙ্খ" পত্রিকায় তার লেখা কবিতায় সরস্বতী মায়ের প্রতি কুৎসিত ইঙ্গিত করেছেন। আসুন সবাই তাকে ধিক্কার জানাই--!!