প্রেম বড়ো জ্বালা দেয়, কাঁদায় ভীষণ,
জেনেও আগুনে ঝাঁপ দেয় পোড়া মন।
যাপিত জীবনে প্রেম বঞ্চিত যে জন,
পায়নি তো সে দামাল সুখের পবন।
প্রেয়সির ছোঁয়া যেন শীতের রোদ্দুর,
উঞ্চতার সুখ আনে কী যে সুমধুর!
হৃদয় জমিনখানি করে নেয় জয়,
ভোরের সমীরে দোলা নব কিশলয়।
হাতে হাত রেখে ভালো লাগে খাঁ খাঁ রোদ,
সুখ দেখে হিংসা করে উন্মাদ, নির্বোধ।
স্বার্থ, লোভের আগুনে পোড়ে সেই প্রেম,
কিংবা ছলনার জালে বাঁধা পড়ে হেম।
উছল ঊর্মিমালার কেটে যায় তাল,
জীবনের গতিপথ হয় বেসামাল।
আঁধারের যবনিকা নেমে আসে ধীরে,
দুর্দশার বজ্র সুখে নেমে আসে শিরে।
মনে হয় এ জীবন মিছে কারাগার,
হতাশায় কেউ পাড়ি দেয় পরপার।
তবুও তো প্রেম আসে মানুষের মনে,
সুখের ফাগুন ফোটে কুজ্ঝটিকা বনে।
বিধ্বস্ত জীবনে ছন্দ-সুরের লহরী,
দোদুল জীবন যেন পাল তোলা তরী।


২০/১১/২০২৩ ইং