শমিক বাবুর মতো জ্ঞানী ত্রিভুবনে নেই,
মায়ের নামে বদনাম ক'রে নাচে সে ধেই ধেই!
আশেপাশের মানুষগুলোও সেই তালে দেয় তাল,
গর্ব-সুখে বাবু ভাবেন তিনিই মহিপাল!
শনি ঠাকুর যেমন তেজী বাবুর তেমন তেজ,
তার কথায় কেউ দেয় না বাধা শুধুই নাড়ে লেজ!
শনির মতো মাতৃভক্তি তার ভেতরে কই?
মাকে অপবাদ দিয়ে সে উড়ায় সুখের খই।
এমন কাজে বাবু সাহেব ভীষণ তৃপ্তি পায়,
অথচ তার উচ্চশিক্ষার গন্ধ আছে গায়!
জোকার সেজে মানুষ হাসায় কেউ ভাবে পাগল,
বাবু খুশি- ফাঁকা মাঠে দিচ্ছেন তিনি গোল।
এই জামানায় এমন বাবু অনেক ঘরের তাজ!
জ্ঞান গরিমার উর্দি পরে সাজেন মহারাজ!!
হঠাৎ একদিন কিশোর ছেলে বললো তাকে হেসে,
মায়ের নিন্দা! না থাকলে মা কবেই যেতেন ভেসে।
কিশোর ছেলে যা বুঝে তা বোঝে না বর্বর!
তাইতো সমাজ উচ্ছন্নে আজ, কুজ্ঝটিকার ঝড়!!


১৩/১২/২০২৩ ইং