আমার দেশে আমিই রাজা তুই ব্যাটা কোন্ ভাড়?
নিত্য দেখি ব্যাঙের মতো লাফিয়ে তুলিস ঘাড়।
সাপের মতো ফোঁস ফোঁসানি, বিষ ছড়িয়ে যাস,
বুঝবি, যেদিন ভাঙবো মাথায় আস্ত কাঁচা বাঁশ।


আমি কি তোর বাড়া ভাতে কখনো দেই ছাই?
নাকি রে তোর পাকা ধানে মই দিয়ে সুখ পাই?
লোভী ঊর্ণনাভের মতো জিভ ক'রে লক লক,
আমার এ দেশ দখল করার নিত্য কষিস ছক।


নিজেরটা খাস, পরেরটা চাস দস্যুবৃত্তি মন,
সময় থাকতে না শোধরালে কাঁদবি সারাক্ষণ।
এসেই মরিস বেঘোরে তুই, নেই কি রে তোর বোধ?
শান্ত আমি, রাগলে নেবো চরম প্রতিশোধ।


০৫/১০/২০২৩ ইং


ভারতীয় সংস্কৃতি উদার, সহনশীল এবং শান্তিপ্রিয়। তারই সুযোগ নিয়ে বহিঃশত্রুরা সাড়ে সাতশ বছর আমাদের শাসন এবং শোষণ করেছে। জেগে উঠেছে নতুন প্রজন্ম। এখনো অনেক দেশ, মানুষ আমার দেশের দিকে কু-নজরে চায়। এ দেশ পুনর্দখলের ছক কষে, সন্ত্রাস ছড়ায়! তাদের উদ্দেশ্যে আমার এ কবিতা। এখানে "আমি বলতে" দেশপ্রেমিক কোটি কোটি ভারতবাসীর কন্ঠস্বর বোঝায়।