এক প্রথিতযশা কবি কে জিজ্ঞাসা করলাম--
দাদা, আমার কবিতা পড়েন না কেন?
কত লোকে পড়ে!
দারুণ দারুণ কমেন্ট করে!
আপনি পড়লে অনেক বেশি উৎসাহ পেতাম--
হেসে তিনি বললেন--
পুব আকাশে যখন সূর্য উঠে
আলোর রোশনাই ছোটে
দূর করে দেয় জগতের সব অন্ধকার
জেগে ওঠে বিশ্ব চরাচর
কারো সাধ্যই থাকে না সূর্যের আলো উপেক্ষা করার--
সেই থেকে আমি প্রতীক্ষায় আছি এবং
চেষ্টা করে চলেছি


একটি সূর্য গড়ার---


০১/০৭/২০২১ ইং